Advertisements
সমাজসংস্কারে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো।
উত্তর: আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত, মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া, হত না, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হত| কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হত। এসব অন্যায়-অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তাঁরা এসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তাঁরা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন।

0 Comments