বঙ্গভঙ্গ আন্দোলনের যুগে সংবাদপত্রের ভূমিকা।
উত্তর : স্বদেশী আন্দোলনের সময় বাংলায় জাতীয় আন্দোলনের প্রসারে সংবাদপত্রগুলির ভূমিকা ছিল গৌরবজনক। এই সময়ে নরমপন্থী জাতীয়তাবাদী নেতৃত্বে পরিচালিত সংবাদপত্র গুলিও সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘বেঙ্গলী’ ও কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত 'সঞ্জীবনী' প্রথম থেকেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। সঞ্জীবনী পত্রিকায় দেশবাসীকে বিদেশী দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য ব্যবহারের আহ্বান জানানো হয়। এছাড়া, বিপিনচন্দ্র পাল সম্পাদিত 'নিউ ইণ্ডিয়া, অরবিন্দ ঘোষ সম্পাদিত 'বন্দেমাতরম', ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'যুগান্তর' জনমত গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত 'সন্ধ্যা' পত্রিকার জ্বালাময়ী রচনা বিদেশী শাসকদের বিচলিত করে এবং ব্রহ্মবান্ধবকে কারাগারে বন্দী করা হয়। ১৯০৮ সালে সংবাদ পত্রের স্বাধীনতা হরণ করার জন্য নতুন আইন বলবৎ হয় এবং 'বন্দেমাতরম', সন্ধ্যা ও যুগান্তর এই তিনটি সংবাদ পত্রের প্রকাশ বন্ধ হয়ে যায়। মফঃস্বলের সংবাদপত্রগুলির মধ্যে ময়মনসিংহ থেকে প্রকাশিত 'চারু মিহির'ও বরিশাল থেকে প্রকাশিত 'বরিশাল হিতৈষী'র বিরুদ্ধেও সরকারী দমন নীতি চাপানো হয়।

0 Comments