Advertisements
পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ
উত্তর:এই পদ্ধতিতে পাহাড়ের ঢালে একটি অধিক উচ্চতায় এবং একটি কম উচ্চতায় পাশাপাশি দুটি জলাধার নির্মাণ করা হয়। নীচের জলাধারের নিকট বসানো হয় টারবাইন। বিদ্যুৎ গ্রিডের চাহিদা হ্রাসবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদনের হ্রাসবৃদ্ধি ঘটানো যায়। যখন চাহিদা কম থাকে তখন ওই বিদ্যুতের সাহায্যে নীচের জলধারার জল পাম্প করে উপরের জলধারায় পাঠানো হয় এবং চাহিদা যখন বৃদ্ধি পায় (বিশেষত সন্ধ্যার সময় থেকে) তখন উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে জোগান দেওয়া হয়। চাহিদা অনুসারে বিদ্যুতের জোগান দেওয়া যায় বলে সারা পৃথিবী জুড়ে পাম্প স্টোরেজ পদ্ধতিতে জলবিদ্যুৎ উৎপাদন অত্যন্ত জনপ্রিয়।
উদাহরণ : পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে 900 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এরূপ একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে।

0 Comments