Advertisements
বায়ু দূষণ প্রতিরোধের কয়েকটি উপায় উল্লেখ কর।
বায়ু দূষণ প্রতিরোধের কয়েকটি উপায় হ’ল— (i) যানবাহন পরিত্যক্ত ধোঁয়া যাতে বায়ুতে না মেশে সেজন্য যানবাহনে কুঞ্চন বাতায়ন এবং অনুঘটকীয় কনভার্টার ব্যবহার করতে হবে।
(ii) বায়ু থেকে ধূলা ও ধোঁয়া অপসারণের জন্য স্থির তড়িৎ অধঃক্ষেপক ব্যবহার করতে হবে।
(iii) বায়ুতে জল সিঞ্চন করে ও বুরুশ দিয়ে ঘসে বায়ুর অ্যামোনিয়া ও সালফার ডাই-অক্সাইড দূর করা হয়।
(iii) বায়ু শোধক যন্ত্র বা ফিল্টার ব্যবহার করে বায়ু থেকে অনেক ক্ষতিকারক গ্যাস দূর করা হয়।

0 Comments