Advertisements
বায়ু দূষণ পদার্থগুলি কিভাবে স্বাস্থ্য সমস্যা ঘটায়?
বায়ু দুষণ পদার্থগুলি মানুষের যে সব স্বাস্থ্য সমস্যার কারণ তা এখানে উল্লেখ করা হল -
1. সালফারের অক্সাইড : সর্দি, কাশি, ক্রনিক ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসেমা ইত্যাদি।
2. নাইট্রোজেন অক্সাইড চোখ জ্বালা, রক্তের O বহনের ক্ষমতা হ্রাস, ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস ও ইডিমা।
3. কার্বনের অক্সাইড : শ্বাসকষ্ট, হৃদযন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি, রক্তসংবহনের বাধা ইত্যাদি।
4. তাপ রাসায়নিক জারক: চোখ ও শ্বাস ঝিল্লির প্রদাহ, শ্বাসযন্ত্রের ক্ষতি ও কর্মক্ষমতা হ্রাস, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।
5. হাইড্রোকার্বন ও বেনজোপাইরিন ক্যানসার।

0 Comments