Ad Code

মেন্ডেল কি কারনে পরীক্ষার জন্য মটর গাছ কে নির্বাচন করেছিলেন?




Advertisements

 মটর গাছ নির্বাচনের কারণ: 

বাগানের মিষ্টি মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যসকল পরিলক্ষিত হওয়ায় মেন্ডেল তার পরীক্ষার জন মটর গাছকে নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন–

1. মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব।

.2. মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছে স্ব-পরাগযোগ ঘটানো সম্ভব। 

3. মটর গাছ স্ব-গরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

4. মটর গাছের মধ্যে অনেক রকমের বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটতে দেখা যায়, অর্থাৎ মটর গাছের মধ্যে বহু রকমের ‘প্রকার’ দেখা যায়।

5. মটর গাছ বংশপরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন খাঁটি অপত্য গাছ উৎপাদনে সক্ষম। 6. সংকর গাছগুলি জননক্ষম হওয়ায় নিয়মিতভাবে বংশবৃদ্ধি করতে পারে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments