Advertisements
শব্দ দূষণের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি কি?
Ans:
শব্দ দূষণের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হ'ল–
(1) কথা বার্তা আদান-প্রদানে বাধা সৃষ্টি হওয়া,
(II) রাগ বৃদ্ধি, কলহ প্রবণতা, মানসিক বিষন্নতা বা ভারসাম্যহীনতা, উ ও হিংসাত্মক আচরণ প্রভৃতি লক্ষণ প্রকাশ, (iii) দৈহিক অবসন্নতার দরুণ কর্ম-বিমুখতা, স্নায়বিক উত্তেজনা, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, উদ্বেগ, অনিদ্রা, মাথা ধরা, বমি বমি ভাব, স্নায়বিক বৈকল্য বা অবসাদ, স্নায়বিক পীড়া ইত্যাদি লক্ষণ প্রকাশ করা।

0 Comments