Advertisements
হৃদ্পেশীর বৈশিষ্ট্য: (i) হৃদপেশী স্বেচ্ছায় সংকোচনশীল নয়, কিন্তু নিজে নিজে সংকুচিত হয়। (ii) হৃদপেশীর তত্ত্বগুলি আকৃতিতে ক্ষুদ্র এবং বেলনাকার।
(iii) হৃদপেশী সরেখ-স্ট্রায়েশন অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য, উভয় প্রকার। (iv) হৃদপেশীর তত্ত্বগুলি শাখান্বিত। প্রতিটি তত্ত্বতে একটি মাত্র নিউক্লিয়াস উপস্থিত।
(v) হৃদপেশীর সারকোলেমা অস্পষ্ট এবং অসম্পূর্ণ।
(vi) হৃদপেশীর কোষগুলির সংযোগস্থলে কোষপর্দা ঘনসন্নিবিষ্ট হয়ে চাকৃতি বা প্লেটের ন্যায় নিবেশিত
বা ইন্টারক্যালেটেড ডিস্ক গঠন করে।

0 Comments