Ad Code

সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।




Advertisements

সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।

■ সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি সূর্যালোকের অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে সম্পন্ন হয়। এই বিক্রিয়ায় প্রধান উপাদানগুলি হলো– CO2. RuBP (রিবিউলোজ বিজফসফেট), NADPH (বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট) এবং ATP (অ্যাডিনোসিন ট্রাইফসফেট)। এই বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ATP থেকে সরবরাহ হয়। বিজ্ঞানী কেলভিন এই বিক্রিয়াটিকে ক্লোরেল্লা নামক শৈবালে প্রথম পর্যবেক্ষণ করেন তাই সালোকসংশ্লেষের অন্ধকার দশায় চক্রাকার বিক্রিয়াগুলিকে কেলভিন-চক্র বলে।

(i) এই দশার প্রথমে স্ট্রোমায় উপস্থিত RuBP কার্বক্সাইলেজ উৎসেচকের সাহায্যে CO,-এর সঙ্গে বিক্রিয়া করে 6-কার্বনযুক্ত অস্থায়ী যৌগ ডাইফসপো অরবিটল সৃষ্টি করে। এই অস্থায়ী যৌগটি জলের সঙ্গে যুক্ত হয়ে 3 - কার্বনযুক্ত ফসফোগ্লিসার্রিক অ্যাসিড (PGA) উৎপন্ন করে। PGA সালোকসংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ। বায়ুমণ্ডলের CO, থেকে কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়ার পদ্ধতিকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে। উপরোক্ত প্রক্রিয়ায় 6 অণু CO, এবং 6 অণু RuBP মিলে 12 অণু PGA গঠন করে।

 (ii) 12 অণু PGA পরে NADPH এবং ATP-র সহায়তায় 12 অণু ফসফোগ্লিসার্যালডিহাইড (PGAld)

উৎপন্ন করে। এই সময় পুনরায় ADP এবং NADP সৃষ্টি হয়।

 (iii) 12 অণু PGAld থকে 2 অণু PGAld এক অণু গ্লুকোেজ উৎপন্ন করে। বাকী 10 অণু PGAld কতকগুলি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে প্রথমে 6 অণু RuMP পরে 6 অণু RuBP গঠন করে এবং বিক্রিয়াগুলির চক্রাকার

পুনরাবৃত্তি ঘটতে থাকে। RuBP থেকে বিভিন্ন অন্তবর্তী যৌগের মাধ্যমে পুনরায় RuBP গঠন হওয়াকেই প্রকৃতপক্ষে কেলভিন-চক্র বলে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments