Advertisements
জল দূষণ পদার্থগুলি কিভাবে স্বাস্থ্য সমস্যা ঘটায়?
Ans:
জলের বিভিন্ন দূষণকারকগুলি বিভিন্নভাবে মানুষের স্বাস্থ্যের সমস্যা ঘটায়, যেমন—
(i) পলিক্লোরিনেটের বাইফিনাইলস: দৌর্বল্য, বমি, পেটব্যথা, চর্মরোগ, অস্থায়ী অন্ধত্ব, ক্যানসার, মৃতশিশুর জন্ম ইত্যাদি।
(ii) বেনজিন জাতীয় পদার্থ : রক্তাপ্লতা, লিউকোমিয়া, মজ্জার ক্ষতি ইত্যাদি।
(iii) নাইট্রোস্যামাইন এবং ক্লোরিনযুক্ত জৈব পদার্থ : ক্যানসার।
(iv) কীটনাশক : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যকৃৎ ও অন্যান্য অঙ্গের ক্ষতি, ক্যানসার।

0 Comments