Advertisements
হরমোনের সংজ্ঞা
Ans.
যে জৈব রাসায়নিক পদার্থ কোন বিশেষ কোষসমষ্টি বা অন্তক্ষরা গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় উৎপন্ন হয়ে গ্রন্থির কলারসে মুক্ত হয় বা রক্তের মাধ্যমে অন্যত্র পরিবাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া কলাপের মধ্যে রাসায়নিক সমন্বয়সাধন করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয়ে যায়, তাকে হরমোন বলে। 'হরমোন'-এর অর্থ 'উত্তেজিত করা' বা 'জাগ্রত করা'।

0 Comments