Advertisements
হরমোন ও উৎসেচকের পার্থক্য
হরমোন
(i) হরমোন অস্তঃক্ষরা গ্রন্থি-নিঃসৃত ক্ষরণ।
(ii) হরমোন প্রোটিন বা লিপিড জাতীয় পদার্থ।
(ii) জৈব অনুঘটকরূপে কাজ করলেও কাজের শেষে বিনষ্ট হয়ে যায়।
iv) উৎসস্থল থেকে পরিবাহিত হয়ে অন্যত্র কোষগুচ্ছের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।
(v) হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে অন্যত্র বাহিত হয়।
(vi) হরমোন রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে।
উৎসেচক:
(i) উৎসেচক সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত ক্ষরণ।
(ii) উৎসেচক মাত্রেই প্রোটিন জাতীয় পদার্থ।
(iii) জৈব অনুঘটকরূপে কাজ করে ও কাজের শেষে অপরিবর্তিত থাকে।
(iv) উৎপত্তিস্থলে ও অন্যত্র সুনির্দিষ্ট যৌগের ওপর কিয়া করে।
(v) উৎসেচক নিজস্ব নালীপথে বাহিত হয়।
(vi) উৎসেচক রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে না।

0 Comments