Advertisements
হরমোন ও নার্ভতন্ত্রের কাজের মধ্যে পার্থক্য :
(i) নার্ভতন্ত্রের কাজ দ্রুত ও তাৎক্ষণিক, কিন্তু হরমোনের কাজ মন্থর ও সুদূরপ্রসারী।
(ii) কাজের শেষে নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত বৈশিষ্ট্যের কোন পরিবর্তন ঘটে না। কাজের শেষে হরমোন নষ্ট হয়ে যায়।
(iii) নাৰ্ভতন্ত্র কেবল প্রাণিদেহে সক্রিয়; হরমোন উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই সক্রিয়।
(iv) নাৰ্ভতন্ত্র নার্ভকোষ দিয়ে গঠিত হরমোন হল একপ্রকার রাসায়নিক পদার্থ।

0 Comments