Advertisements
ন্যাটো (N.A.T.O) কবে, কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ঠা এপ্রিল বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, পোর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, আইল্যান্ড, নরওয়ে, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি ১২ টি রাষ্ট্র ওয়াশিংটনে মিলিত হয়ে ন্যাটো বা 'উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (North Atlantic Treuty Organisation বা N.A.T.O) গঠন করে।

0 Comments