Advertisements
সেন্টো (CENTO) বলতে কী বোঝ?
উত্তর: ইরাক তুরস্ক পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য ১৯৫৫ খ্রিস্টাব্দের ২৪শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সোভিয়েত বিরোধী একটি সামরিক জোট গঠন করে। এটিই কেন্দ্রীয় চুক্তি সংস্থা বা সেন্টো (CENTO Central Treaty Organisation) নামে পরিচিত। পরে ব্রিটেন, পাকিস্তান ও ইরান এই সংস্থায় যোগ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে এই চুক্তিতে যোগ না দিয়ে শক্তি জোটের সামরিক কমিটিতে যোগদান করে।

0 Comments