Advertisements
‘মেইন ক্যাম্ফ' কার রচনা? এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল?
উত্তরঃ বিখ্যাত ‘মেইন ক্যাম্ফ' গ্রন্থটি হিটলার কর্তৃক ১৯২৪ খ্রিস্টাব্দে রচিত হয়। এই গ্রন্থে ন্যাৎসিদলের আদর্শ সুষ্ঠুভাবে ঘোষিত হয়। ব্যক্তি অপেক্ষা রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, জার্মান জাতির মহত্ত্ব এবং বিশ্ব শাসন করবার জন্মগত অধিকার প্রভৃতি ছিল এই গ্রন্থের মূল বিষয়বস্তু।
0 Comments