Advertisements
নূরজাহান।
• উত্তর: নূরজাহান ছিলেন মির্জা গিয়াসবেগের কন্যা। তার পূর্ব নাম ছিল মেহেরুন্নিসা। প্রথমে তিনি শের আফগান নামক বাংলার এক জায়গিরদারের স্ত্রী ছিলেন। শের আফগান মুঘল সেনার হাতে পরাজিত ও নিহত হবার পর তাকে দিল্লীতে আনা হয়। সম্রাট হবার পর ১৬১১ খ্রীষ্টাব্দে জাহাঙ্গীর এই অসামান্যা রূপবর্তী রমণীকে বিবাহ করেন। বিবাহের পর মেহেরুন্নিসা নূরজাহান উপাধিতে ভূষিত হন এবং প্রধানা মহিষীতে পরিণত হন। তিনি অসাধারণ বুদ্ধিমতী, পরিশ্রমী ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি জাহাঙ্গীরের সিংহাসনের পশ্চাতের শক্তিতে পরিণত হন। এমনকি তার নাম মুদ্রায় উৎকীর্ণ হয়। অল্পদিনের মধ্যেই তিনি রাজকর্মচারী ও অনুচরবৃন্দকে নিয়ে একটি গোপন চক্র গড়ে তোলেন কিন্তু তাঁর এই চক্রান্ত ব্যর্থ হয়।
0 Comments