Advertisements
প্রোটোজোয়ার বৈশিষ্ট্য
(i) প্রোটোজোয়া এককোষী, আণুবীক্ষণিক জীব।
(ii) এদের আকৃতি গোলাকার বা ডিম্বাকার।
(iii) এদের গমনাঙ্গ হল সিলিয়া, ফ্লাজেলা বা ক্ষণপদ।
(iv) কোষে সুস্পষ্ট সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিদ্যমান।
(v) এরা পরজীবী, মৃতজীবী, মিথোজীবী—বিভিন্ন প্রকৃতির হতে পারে।
(vi) এরা যৌন বা অযৌন জননের দ্বারা বংশবিস্তার করে।
0 Comments