Advertisements
ভারতের স্বাধীনতা আইনে কি স্থির হয়? * অথবা, ভারতের স্বাধীনতা আইন (১৯৪৭) কাহাকে বলে?
• উত্তর : ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৮ই জুলাই ব্রিটিশ সংসদ ভারতীয় স্বাধীনতা আইন অনুমোদন করে। এই আইনের দ্বারা ঠিক হল—(১) ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৫ই আগস্ট থেকে ভারত দ্বি-খণ্ডিত হয়ে দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হবে। (২) সিন্ধু, বেলুচিস্থান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। (৩) অবশিষ্ট ব্রিটিশ ভারত নিয়ে ভারতীয় ডোমিনয়ন গঠিত হবে। (৪) ভারত ও পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথ এর মধ্যে থেকে রাষ্ট্রীয় স্বায়ত্তশাসন পাবে। (৫) দুই দেশের গণ-পরিষদ নিজেদের সংবিধান রচনা করবে।
0 Comments