Advertisements
ত্বকের কাজ:
প্রধান কাজ
(I) তাপ, চাপ, স্পর্শ অনুভব করা তাপ, উষ্ণতা, চাপ, স্পর্শ ইত্যাদি ত্বকের মাধ্যমে অনুভূত হয়।
অন্যান্য কাজ:
(i) দেহের নরম অংশকে রক্ষা করা : ত্বক দেহকে আবৃত রেখে দেহের নরম অংশকে রক্ষা করে।
(II) ঘাম নিঃসরণ করা ঘাম নিঃসরণের মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থ, অতিরিক্ত জল ইত্যাদি দেহ থেকে বাইরে নির্গত হয়।
(III) জলের ভারসাম্য রক্ষা করা দেহে জলের ভারসাম্য বজায় রাখা ত্বকের কাজ।
(iv) ত্বককে মসৃণ রাখা ও ত্বকের স্বেদগ্রন্থি থেকে স্বেদ ক্ষরণ করে ত্বককে মসৃণ রাখা।
(v) তাপ নিয়ন্ত্রণ 3 দেহের তাপ নিয়ন্ত্রণে সহায়তা করা।
(vi) ভিটামিন সংশ্লেষ করা ত্বক সূর্যালোকের অতিবেগুনি রশ্মি শোষণ করে এর্গোস্টেরল থেকে ভিটামিন D সংশ্লেষ করে।
(vil) বিভিন্ন পদার্থ সঞ্চয় করা স্নেহপদার্থ, খনিজ লবণ, গ্লুকোজ ইত্যাদি ত্বকে সঞ্চিত থাকে।
0 Comments