Advertisements
গলগি অঙ্গের সাহায্যে কিভাবে ক্ষরণ নিয়ন্ত্রিত হয়?
Ans:
(i) অমসৃণ এণ্ডোপ্লাজমিক রেটিকিউলামের গাত্রে অবস্থিত রাইবোজোমের মধ্যে সংশ্লেষিত প্রোটিন তরলাকারে ER এর সিস্টারনিতে অবস্থান করে।
(ii) সিস্টারনি থেকে ক্ষরিত পদার্থ গলগি বস্তুর ভেসিকল্ এর মধ্যে পরিবাহিত হয় এবং জল বিয়োজন ঘটিয়ে ঘনীভূত হয়ে জাইমোজেন দানায় রূপান্তরিত হয়।
(iii) জাইমোজেন দানাসহ ভেসিকলগুলি গলগি বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্লাজমাপর্দার সঙ্গে সংযুক্ত হয়ে সঞ্চিত পদার্থকে কোষের বাইরে নিক্ষেপ করে।

0 Comments