Advertisements
হাইথ্রেশোল্ড, লোথ্রেশোল্ড এবং নোথ্রেশোল্ড পদার্থ কাকে বলে?
Ans:
গ্লোমেরিউলাসে পরিস্রুত যে সব পদার্থ বৃক্কীয় নালীতে প্রায় সম্পূর্ণরূপে পুনর্বিশোষিত হয়ে রক্তে ফিরে আসে তাদের হাইথ্রেশোল্ড পদার্থ বলে। যেমন— জল, গ্লুকোজ, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। পরিস্রুতের যে সব পদার্থ অংশত বিশোষিত হয় তাদের লোপ্পেশোল্ড পদার্থ বলে, যেমন— ইউরিয়া, ইউরিক অ্যাসিড। অপরপক্ষে, যে সব পদার্থ একেবারেই পুনর্বিশোষিত হয় না তাদের নোথ্রেশোল্ড পদার্থ বলে, যেমন ক্রিয়েটিনিন, সালফেট ইত্যাদি।
0 Comments