প্রতিদিন গড়ে কত পরিমাণ মূত্র উৎপন্ন হয়?
Ans:
প্রতিদিন গড়ে 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়। 24 ঘণ্টায় গ্লোমেরিউলাসে প্রায় 170 লিটার পরিশ্রুত তৈরী হয়, তার মধ্যে 168.5 লিটার পুনর্বিশোষণ হওয়ায় গড়ে দিনে 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়।
0 Comments