Advertisements
রেট্রোগ্রেসিভ রূপান্তর কাকে বলে?
Ans:
যে রূপান্তর প্রক্রিয়ায় লার্ভা দশায় অবস্থিত পরিণত প্রাণীর বৈশিষ্ট্যসকল বিলুপ্ত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীর দেহ সরলীকৃত হয় তাকে রেট্রোগ্রেসিত রূপান্তর বলে। যেমন—অ্যাসিডিয়ার লার্ভা দশায় অবস্থিত নোটোকর্ড, নার্ভকর্ড, সেরিব্রাল ভেসিকল পূর্ণাঙ্গ অবস্থায় বিলুপ্ত হয়।

0 Comments