Advertisements
'মাইটোকন্ড্রিয়া ও মাইক্রোজোমের মধ্যে পার্থক্য কি?
Ans:
আদর্শ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বি-একক পর্দাবেষ্টিত দণ্ডাকার বা সূত্রাকার যে সকল অঙ্গাণু কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে বা TCA চক্রের দ্বারা ATP উৎপাদন করে তাদের মাইটোকন্ড্রিয়া বলে।
অপরপক্ষে, কোষীয় উপাদানকে কেন্দ্রাতিগ যন্ত্রের সাহায্যে তীব্র বেগে আবর্তিত করলে যে সব আণুবীক্ষণিক কণা পৃথক হয়ে পড়ে, তাদের মাইক্রোজোম বলে।

0 Comments