Advertisements
সক্রিয় পরিবহন কাকে বলে?
Ans:
পদার্থ মাত্রই তাদের স্থিতিশক্তির ঊর্ধ্ব অবস্থা থেকে নিম্ন অবস্থায় নেমে আসতে চায়। কিন্তু যখন পদার্থকে তার স্থিতিশক্তির নিম্ন অবস্থা থেকে শক্তিব্যয়ের মাধ্যমে ঊর্ধ্ব অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন তাকে সক্রিয় পরিবহন বলে। সক্রিয় পরিবহন বাহক রাসায়নিক শক্তির উপর নির্ভরশীল।

0 Comments