Advertisements
ইউক্যারিয়ন, হেটারোক্যারিয়ন ও সিনক্যারিয়ন বলতে কি বোঝ?
Ans:
একটি কোষে একটি প্রজাতির নিউক্লিয়াস থাকলে তাকে ইউক্যারিয়ন বলে। দু'টি প্রজাতির দু'টি নিউক্লিয়াস একটি কোষে থাকলে তাকে হেটারোক্যারিয়ন বলে এবং দু'টি প্রজাতির দু’টি নিউক্লিয়াস মিলিত হয়ে একটি নিউক্লিয়াস গঠন করে একটি কোষে অবস্থান করলে তাকে সিনক্যারিয়ন বলে।

0 Comments