Advertisements
মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণ কি?
উত্তর : চন্দ্রগুপ্তের প্রচেষ্টায় বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং অশোকের নেতৃত্বে এক কল্যাণব্রতী রাষ্ট্রে পরিণত হয়েছিল, কিন্তু অশোকের মৃত্যুর মাত্র পঞ্চাশ বৎসরের মধ্যে তার পতন ঘটে।
অনেকে অশোকের অহিংসা নীতিকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন, কিন্তু এই অভিযোগ অমূলক। অশোক কোন বিশেষ শ্রেণীর বিরুদ্ধে তাঁর অহিংসা ও প্রাণী হত্যা নিষিদ্ধকরণ নীতি নিয়োজিত করেননি। মৌর্য সাম্রাজ্যের পতনের আসল কারণগুলি হল:
(১) অশোকের পরবর্তী মৌর্য সম্রাটদের দুর্বলতা। (২) সাম্রাজ্যের বিশালতা। (৩) প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার। (৪) অর্থনৈতিক অবনতি এবং (৫) সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা।
0 Comments