Advertisements
সম্পূর্ণ রূপান্তর কাকে বলে?
Ans:
যে রূপান্তরে লার্ভা দশা পিউপা দশার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় এবং কোন দশাই (লার্ভা, পিউপা) পূর্ণাঙ্গ সদৃশ হয় না এবং নিম্ন দশারও আবির্ভাব হয় না, এইপ্রকার রূপাস্তরকে সম্পূর্ণ রূপান্তর বলে। মথ, প্রজাপতি, মৌমাছি, মশা ইত্যাদি পতঙ্গে এই প্রকার রূপান্তর দেখা যায়।

0 Comments