Advertisements
প্লাজমোলিসিস ও ডিপ্লাজমোলিসিস কাকে বলে?
কোন সজীব কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষ থেকে জল বেরিয়ে গিয়ে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয়। প্রোটোপ্লাজমের সংকোচনের ফলে সৃষ্ট কোষীয় অবস্থাকে প্লাজমোলিসিস বলে। অপরপক্ষে, সজীব কোষকে লঘুসারক দ্রবণে রাখলে বহিঃ পরিবেশের জল কোষে প্রবেশ করায় কোষটি ফুলে-ফেঁপে উঠবে। কোষের এরূপ রসস্ফীত অবস্থাকে ডিপ্লাজমোলিসিস বলে।

0 Comments