Ad Code

সুপ্রীম কোর্ট টীকা




Advertisements

 সুপ্রীম কোর্ট।


উত্তর : ভারতীয় সংবিধান ভারতের সুপ্রীম কোর্টকে সর্বোচ্চ বিচার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর সকল দেশের সর্বোচ্চ বিচারালয়গুলির মধ্যে ভারতের সুপ্রীম কোর্টের ক্ষমতা সর্বাধিক। ভারতের সংবিধান প্রবর্তনকালে একজন প্রধান বিচারপতি এবং অনধিক ৭জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্ট গঠনের কথা বলা হয়। পরে বিচারপতির সংখ্যা ক্রমশ বৃদ্ধি করা হয়েছে। রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিকে নিযুক্ত করেন। সুপ্রীম কোর্টের বিচারপতিগণ একবার নিযুক্ত হলে ৬৫ মাস পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন।


সুপ্রীম কোর্টের কার্যকলাপ হল চার ধরনের। এগুলি হল—(১) মৌলিক বিচার ক্ষমতা

(২) আপীল বিচারক্ষমতা

(৩) পরামর্শ দানের ক্ষমতা

 (৪) আদেশ জারির ক্ষমতা।

 মৌলিক ক্ষমতার মূল কথা হল কেন্দ্রীয় সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে অথবা দুই বা ততোধিক রাজ্যের মধ্যে কোন আইনগত বিরোধ দেখা দিলে সুপ্রীম কোর্ট এর নিষ্পত্তি ঘটাবে। এছাড়া, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিবাদের বিচার সরাসরি সুপ্রীম কোর্টে হতে পারে। দ্বিতীয়ত, আপীল ক্ষমতা বলে ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্টের দেওয়ানী, ফৌজদারী ও সংবিধান সংক্রান্ত বিচারের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করা যায়। তৃতীয়ত, রাষ্ট্রপতি আইন সংক্রান্ত কোন বিষয়ে সুপ্রীম কোর্টের অভিমত বা নির্দেশ জানতে চাইলে সুপ্রীম কোর্ট সেই বিষয়ে পরামর্শ দেয়। চতুর্থত, নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রীম কোর্টরা জেন্দ্রপ্রসাদ আদেশ বা নির্দেশ (Writ) জারি করে তা রক্ষার ব্যবস্থা করতে পারে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments