Ad Code

মাইক্রোটিউবিউল ও মাইক্রোফিলামেন্টের মধ্যে পার্থক্য কি ?




Advertisements

মাইক্রোটিউবিউল ও মাইক্রোফিলামেন্টের মধ্যে পার্থক্য কি ?

Ans:

কোষের সাইটোপ্লাজমে দীর্ঘ ও ফাপা প্রায় 25 mu ব্যাসসম্পন্ন যে সব ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার উপাদান দেখা যায় তাদের মাইক্রোটিউবিউল বলে। অপরপক্ষে, কোষে 46mu ব্যাসসম্পন্ন যেসব ঘন তত্ত্ব থাকে তাদের মাইক্রোফিলামেন্ট বলে। এরা প্রধানত অ্যাকটিন ও মায়োসিন দিয়ে গঠিত। এরা কোষ বিভাজনের সময় বেম তত্ত্ব হিসাবে উপস্থিত হয় এবং ক্রোমোজোমের চলনে সহায়তা করে। মাইক্রোটিউবিউল সম্ভবত ক্রোমোজোম ও দানাদার পদার্থের জন্য রাস্তা তৈরী করে এবং মাইক্রেনফিলামেন্ট তাদের রাস্তা তৈরী করে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments