Advertisements
গলগি বডি ও নিজল্ বডির মধ্যে পার্থক্য কি?
Ans:
কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের সন্নিকটে একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা থলির মত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের মত যে সকল অঙ্গাণু দলবদ্ধভাবে অবস্থান করে কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাদের গলগি বডি বলে। অপরপক্ষে, স্নায়ুকোষের অ্যাক্সনহিলক (axonhillock) ছাড়া কোষের সর্বত্র যে ক্ষারযুক্ত নিউক্লিওপ্রোটিন দানা ছড়িয়ে থাকে তাদের নিজল বড়ি বলে। এরা স্নায়ুপ্রবাহে অংশগ্রহণ করে।

0 Comments