Advertisements
মেসোজোম কি? লাইসোজোমের সঙ্গে এর পার্থক্য কি?
Ans:
মেসোজোম ব্যাকটিরিয়ার সাইটোপ্লাজমের পরিধির দিকে অবস্থিত কোষপর্দা থেকে সৃষ্ট একপ্রকারের কুণ্ডলীকৃত অংশবিশেষ। ইহা ব্যাকটিরিয়ার বিভাজনের সময় কোষ প্রাকার গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অপরপক্ষে, লাইসোজোম হ’ল প্রাণিকোষের সাইটোপ্লাজমে অবস্থিত এককপর্দা ঘেরা উৎসেচকপূর্ণ থলির ন্যায় অঙ্গাণু, যা কোষ অভ্যন্তরীয় পরিপাকে অংশগ্রহণ করে।

0 Comments