Advertisements
সেল থিওরি কি? এর প্রবর্তক কে?
Ans:
“কোষ হ’ল জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক, প্রত্যেক জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত প্রত্যেক জীবের জীবনযাত্রা শুরু হয় একটি মাত্র কোষ থেকে পূর্ব সৃষ্ট কোষ থেকেই অপত্য কোষ সৃষ্টি হয়”– এই তত্ত্বগুলিকে একত্রে সেল থিওরি বলে। জার্মান বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান এই থিওরির প্রবর্তক।

0 Comments