Advertisements
কোশমধ্যস্থ ইমিউন রেসপন্স কাকে বলে ?
উত্তর: কোশমধ্যস্থ ইমিউন রেসপন্স : সাহায্যকারী T-কোশ, সাইটোটক্সিক T-কোশ, ইনডিউসর T-কোশ ও সাপ্রেসর T-কোশের ক্লোন যে-অনাক্রম্যতার মাধ্যমে ভাইরাল অ্যান্টিজেনকে শনাক্ত করে ও তাকে ধ্বংস করে, তাকে কোশমধ্যস্থ ইমিউন রেসপন্স বলে।
0 Comments