Advertisements
উপচিতি ও অপচিতি
উপচিতি
(i) উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া
(ii) এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে।
(iii) এই বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে।
(iv) এই বিপাকে শক্তি আবদ্ধ হয় কিংবা শক্তির প্রয়োজন হয়।
(v) সালোক-সংশ্লেষ ও পুষ্টি—এই প্রকার বিপাক ঘটে।
অপচিতি
(i) অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া।
(ii) এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে।
(iii) এই বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়।
(iv) এই বিপাকে সাধারণত শক্তির মুক্তি ঘটে।
(v) শ্বসন ও রেচন—এই প্রকার বিপাক ঘটে।

0 Comments