Advertisements
দ্বিপদ নামকরণ কাকে বলে ?
উত্তর: বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন দুটি ধাপ, অর্থাৎ গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পিসিস—এই দুটি পদ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো জীবের নির্দিষ্ট নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা Binomial Nomenclature বলে। যেমন—মটর গাছের দ্বিপদ নামকরণ Pisum sativum এখানে Pisum হল গণ এবং sativum হল প্রজাতি নাম।
0 Comments