Advertisements
‘পুনঃকেলাসন’ কাকে বলে ?
কেলাসের অপদ্রব্য দূর করার জন্য পুনঃকেলাসন পদ্ধতি ব্যবহার করা হয়। অপদ্রব্য মিশ্রিত কেলাসটিকে ন্যূনতম দ্রাবকে দ্রবীভূত করে উত্তপ্ত করে গাঢ় করা হয়। এই গাঢ়ীকৃত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে দ্রাব পদার্থটির বিশুদ্ধ কেলাস পাওয়া যায়। এই পদ্ধতিকেই পুনঃকেলাসন বলে।

0 Comments