Advertisements
‘ডায়ালাইসিস’ বা ‘ঝিল্লিবিশ্লেষণ’ বলতে কী বোঝায় ?
>> কোলয়েড কণা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে যেতে পারে না, কিন্তু প্রকৃত দ্রবণের কণা সহজেই যেতে পারে। কোলয়েডের এই ধর্মকে কাজে লাগিয়ে প্রকৃত দ্রবণ থেকে কোলয়েড কণাকে পৃথক করে বিশুদ্ধ কোলয়েড প্রস্তুত করা হয়। একই নীতিতে কিডনি মানবদেহের রক্ত থেকে দূষিত পদার্থ দূর করে।

0 Comments