Advertisements
সালোকসংশ্লেষের শর্ত
বাহ্যিক শর্তগুলি হল সূর্যালোক, কার্বন ডাই-অক্সাইড, জল, তাপমাত্রা, অক্সিজেন, বিভিন্ন রাসায়নিক পদার্থ, পাতার বয়স ইত্যাদি।
অভ্যন্তরীণ শর্তগুলি হল ক্লোরোফিল, পত্ররন্ধ্র, উৎসেচক, খনিজ লবণ, পাতার অন্তর্গঠন, প্রোটোপ্লাজম ইত্যাদি।

0 Comments