Advertisements
ফ্লোয়েম কলাকে সজীব কলা বলা হয় কেন ?
উত্তর: ফ্লোয়েম কলা চার প্রকার কোশীয় উপাদান দ্বারা গঠিত— সিভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম কলার চার প্রকার কোশীয় উপাদানের মধ্যে সিভনল, সঙ্গীকোশ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব। কেবলমাত্র ফ্লোয়েম তন্তু মৃত, তাই ফ্লোয়েম কলাকে সজীব কলা বলা হয়।
0 Comments