Advertisements
মৌলিক ও স্বল্প মৌলিক উপাদান
1. মৌলিক উপাদান : উদ্ভিদের পুষ্টির জন্য যেসব মৌলিক উপাদান অপরিহার্য এবং যেগুলি অধিক পরিমাণে প্রয়োজন হয়, তাদের মৌলিক উপাদান বা অতিমাত্রিক মৌলিক উপাদান বা মেজর এলিমেন্ট বা ম্যাক্রো এলিমেন্ট বলে।
2. স্বল্প মৌলিক উপাদান যেসব মৌলিক উপাদান উদ্ভিদের পুষ্টির জন্য খুব কম পরিমাণে প্রয়োজন হয়, তাদের স্বল্প মৌলিক উপাদান বা মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বলে। যেমন—Zn, Mn, MO ইত্যাদি।
0 Comments