Advertisements
উদ্ভিদের চলনে আলোক ও অভিকর্ষীয় বলের প্রভাব - উদ্ভিদঅঙ্গের চলন আলোক উৎসের দিকে হয়, এই ধরনের চলনকে আলোকবর্তী চলন বা ফোটোট্রপিজম বলে।
উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা আলোর উৎসের দিকে অগ্রসর হয়, তাই উদ্ভিদের কাণ্ডকে আলোক-অনুকূলবর্তী বলে। অপরদিকে, উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাই মূলকে আলোক প্রতিকূলবর্তী বলে। অক্সিন নামক উদ্ভিদ হরমোন এই ধরনের চলন নিয়ন্ত্রণ করে। অভিকর্ষ শক্তির প্রভাবে উদ্ভিদঅঙ্গের চলনকে অভিকর্ষবৃত্তি বলে। উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে এবং বিটপ অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়। এই কারণে মূলকে অভিকর্ষ অনুকূলবর্তী ও কাণ্ডকে অভিকর্ষ প্রতিকূলবর্তী বলা হয়। এই প্রকার চলনেও অক্সিনের ভূমিকা অপরিসীম।
এইভাবে আলোক ও অভিকর্ষীয় বল উদ্ভিদের চলনকে নিয়ন্ত্রণ করে।

0 Comments