Advertisements
ভাসমান জলজ উদ্ভিদের স্থানান্তরকে গমন না বলার কারণ -
ঢেউ বা বাতাসের টানে ভাসমান জলজ উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়।
একে কোন গমনের উদাহরণ হিসেবে ধরা ঠিক নয়, কারণ, জীবদেহের স্বতঃস্ফূর্তভাবে বা বাহ্যিক উদ্দীপনার পরিপ্রেক্ষিতে সাড়া দেওয়ার বহিঃপ্রকাশই হল চলন বা গমন। গমনে স্থানান্তর ঘটে। কিন্তু ঢেউ বা বাতাসের টানে অন্যত্র স্থানাস্তরকে কখনই গমন বলা ঠিক নয়, কারণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপনায় সাড়া দেওয়া হয় না।

0 Comments