Advertisements
অধাতু কাকে বলে? উদাহরণ দাও ।
যেসব মৌল সাধারণ উন্নতায় কঠিন, তরল বা গ্যাসীয়, ওজনে হালকা, ভঙ্গুর ও অনুজ্জ্বল, আলোর প্রতিফলনে অক্ষম, তাপ ও তড়িতের কুপরিবাহী, ঋণাত্মক তড়িৎধর্মী, তাকে অধাতু বলে।
উদাহরণ: অক্সিজেন, কার্বন, গন্ধক ইত্যাদি ৷

0 Comments