ভুটানের শিল্প ও খনিজ সম্পদের বিবরণ দাও।
উত্তর : শিল্প; এখানকার অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। কাঁচামালের অভাব এবং পরিবহনের অবস্থার জন্য এখানে বড় শিল্প প্রায় নেই বললেই চলে। কুটির-শিল্পের মধ্যে তাঁত বস্ত্র উল্লেখযােগ্য। ভারতের সাহায্যে এখানে বর্তমানে জলবিদ্যুৎ, দেশলাই ও সিমেন্ট শিল্প গড়ে উঠেছে। নানারকম ফল থেকে ফলের রসও মদ্য প্রস্তুত এখানকার অন্যতম ক্ষুদ্রশিল্প। সূক্ষ্ম কারুকার্যকরী হস্তশিল্পের জন্য ভুটানের খ্যাতি রয়েছে। পার্বত্য অঞ্চলে প্রবল ঠাণ্ডার জন্য ঘরের বাইরে বেড়িয়ে রুজি রােজগারের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে এখানকার অধিবাসীরা সূতী, পশম ও রেশমবস্ত্র এবং সােনা, রুপা, ব্রোঞ্জ ধাতুর সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা মূল্যবান বস্ত্র, চাদর, কম্বল, গয়না এবং অন্যান্য নানা রকম কারুশিল্প দ্রব্য প্রস্তুত করে।
** খনিজ সম্পদ : এই দেশে ডলােমাইট, চুনাপাথর এবং সৈন্ধব লবণ পাওয়া যায়। সামচী ডলােমাইট এবং চুনাপাথর আহরণের প্রধান কেন্দ্র।

0 Comments