Advertisements
ওল খেলে গলা চুলকায় কেন?
উত্তর: ওলে ক্যালশিয়াম অক্সালেট নির্মিত ছুঁচের ন্যায় রফাইড কেলাস থাকে ৷ ওল খেলে এই ছুঁচের ন্যায় অংশগুলি গলার অভ্যন্তরে অবস্থিত মিউকাস স্তরে বিধে যায় তাই গলা চুলকায় কিন্তু লেবু খেলে গলা চুলকায় না কারণ লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এসে র্যাফাইড গুলি দ্রবীভূত হয়।

0 Comments