Advertisements
বনের স্থানীয় ব্যবহার সংক্ষেপে লেখাে।
উত্তর: বনের স্থানীয় ব্যবহার
1) নিরক্ষীয় বনাঞ্চলে বসবাসকারী উপজাতি গােষ্ঠীরা, যেমন-পিগমি, সেমাঙ্গ ইত্যাদি উপজাতি গােষ্ঠীরা বনভূমির ওপর নির্ভরশীল হয়ে তাদের জীবিকা নির্বাহ করে। সামাজিক বনভূমি থেকে স্থানীয় অধিবাসীরা জ্বালানি কাঠ, ফলমূল, খাদ্য ইত্যাদি সংগ্রহ করে।
2) কৃষি বনভূমি থেকে স্থানীয় অধিবাসীরা কাঠ, ফলমূল, মধু, মাংস, লাক্ষা, রেশম ইত্যাদি সংগ্রহ করে। এ ছাড়া জ্বালানির কাঠ, ভেষজ ওষুধ ইত্যাদিও পেয়ে থাকে।

0 Comments