Advertisements
উপচিতিমূলক বিপাক কাকে বলে ?
উত্তর: যে-বিপাকক্রিয়ায় সরল বস্তুসমূহ থেকে জটিল বস্তুসমূহ সংশ্লেষিত হয়ে জীবের প্রোটোপ্লাজমের পরিমাণ এবং জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে উপচিতিমূলক বিপাক বলে।উপচিতিমূলক বিপাক একটি গঠনমূলক পদ্ধতি। উদাহরণ: সালোকসংশ্লেষ, পুষ্টি প্রভৃতি।

0 Comments